'তৃতীয় পরিসর'-এর সমস্ত বইপত্র এখানে সাজানো রইল আপনার জন্য। কখনও কখনও খুবই বন্ধুত্বপূর্ণ, কখনওবা খড়গহস্ত, পরক্ষণেই সেতুবন্ধনকারী, মোদ্দা কথায় বেজায় খেয়ালি, বিচিত্র ভাবনা-চিন্তার বেমিশাল এই চলাচলে সামিল হতে চাইলে; পাঠক, আপনাকে এই পরিসরে স্বাগত। গাঁটের কড়ি কিছু খসলেও, আপনার লোকসান যাতে না হয়, সে চেষ্টায় কোনো কসুর পাবেন না। তাই বেফিকর থাকুন এবং বিশেষ ছাড়ে, সুরক্ষিত প্যাকেজিং-এ ঘরে বসে সংগ্রহ করুন নিজের পছন্দসই বই।
Enter
'রাঘব বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় প্রতিষ্ঠিত ভিন্নধারার প্রকাশনা সংস্থা চর্চাপদ শুরুর দিন থেকে সচেতনভাবে চেয়েছে অনন্য হয়ে উঠতে। রাঘবের প্রয়াণ পরবর্তী সময়ে হয়তো এই প্রকাশনার বই পাঠকের কাছে খানিক বেখেয়ালের, খানিক বিস্মৃতির অথবা আরও বিশেষ করে বলতে গেলে খানিক আড়ালের বিষয়ে পর্যবসিত হয়েছে। এই বিশেষ খামতির কথা খেয়ালে রেখেই চর্চাপদের সমস্ত বই ঘরে বসে অর্ডার করে বিশেষ ছাড়ে সংগ্রহ করার কাজে উদ্যোগী হয়েছে তৃতীয় পরিসর। চর্চাপদ প্রকাশনার যে-কোনো বই সুলভ মূল্যে, অত্যন্ত কম সময়ে, আকর্ষণীয় এবং সুরক্ষিত মোড়কে সংগ্রহ করুন আমাদের এই লিংক থেকে।
Enter
'তৃতীয় পরিসর'- এর কথা-লেখা-ভাবনার জোটে সামিল অন্যান্য প্রকাশনার ভিন্নধর্মী, ব্যতিক্রমী বই সংগ্রহ করতে পারবেন আমাদের এই বিভাগ থেকে। পক্ষপাতহীন নির্বাচন এই বিভাগের অন্যতম আকর্ষণের বিষয়। বিপণন নয়, সুনির্বাচিত বই-পত্রকে সহজলভ্য করে তোলাই আমাদের এই বিভাগের মূল উদ্দেশ্য। বিস্তর খোঁজাখুঁজির ঝামেলা ছাড়াই একই ছাদের তলায় একাধিক প্রকাশনার বাছাই করা এই বই-পত্র সুসজ্জিত-সুরক্ষিত মোড়কে বিশেষ ছাড়ে সংগ্রহ করুন অতি সহজেই, এবং তাও ঘরে বসে
Enter