বিবরণ
পার্থসারথি উপাধ্যায় সম্পদিত এই সংখ্যাটি বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস-কে নিয়ে পরিকল্পিত। ভাবনা যখন নিয়ন্ত্রিত, নতুনত্ব অধিকাংশ ক্ষেত্রে নেহাতই গল্পকথা, তখন আবার করে ফিরে দেখা, ফিরতে চাওয়া সেইসব ভাবনার কাছে যা দেশকালপাত্র-র ভেদাভেদের পরোয়া না করে আজও মানুষকে ভাবতে বাধ্য করে। আখতারুজ্জামানের দুটি গল্পের পুনর্মুদ্রণ ছাড়াও তাঁর সাহিত্য সম্পর্কে বিভিন্ন আলোচনা ও তাঁকে নিয়ে লেখা কবিতাও এই সংখ্যায় স্থান পেয়েছে।