বিবরণ
<!--td {border: 1px solid #cccccc;}br {mso-data-placement:same-cell;}-->পচাব্দী গাজী। সুন্দরবনের জল-জঙ্গলে বেড়ে ওঠা এই মানুষটি বংশ পরম্পরায় শিকার করে এসেছেন অপ্রতিরোধ্য রয়েল বেঙ্গল টাইগার। বর্তমানে যখন বাঘের সংখ্যা কমে আসা নিয়ে রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেই সময় জঙ্গলের বহু দুর্লভ সম্পদ হারিয়ে যাওয়ার কারণ– এমন একজন মানুষকে কেন্দ্র করে কেন পরিকল্পিত হচ্ছে এই সংখ্যা? এই প্রশ্নের উত্তরে সম্পাদক জানিয়েছেন আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক ক্যামেরার কোনো সহযোগিতা ছাড়াই বাঘের গতিবিধি, ও তাদের অভ্যাস নখদর্পণে ছিল পচাব্দী গাজীর। সরকারি নির্দেশেই তিনি প্রাণের ঝুঁকি ও অপূর্ব কৌশল সম্বল করে শিকার করেছেন একাধিক রয়েল বেঙ্গল টাইগার। শিকার ছাড়াও সুন্দরবনের জল-জঙ্গলের প্রতি যেন তাঁর ছিল নাড়ীর টান, তাঁর সেই অনুভূতি ও দুর্লভ অভিজ্ঞতার কথা অনুলিখিত হয়েছে একটিমাত্র বইতে। সেইসব কাহিনি শুনলে অসমসাহসী এই ব্যক্তি সম্পর্কে জানার অগ্রহ জন্ম নিতে বাধ্য।